প্রতিদিন ২৪ ডেস্ক
বিশ্বাস করুন আর না-ই করুন, ইউরোপের সফলতম
ক্লাব রিয়াল মাদ্রিদ জার্মানিতে গিয়ে মাত্র একটি ম্যাচই জিতেছে! ২০০০-০১ মৌসুমের
চ্যাম্পিয়নস লিগে বায়ার লেভারকুসেনের বিপক্ষে পাওয়া ৩-২ গোলের জয়টিই ডয়েচল্যান্ডে
২২ ম্যাচে রিয়ালের একমাত্র জয়। বাকি ম্যাচগুলোর ১৫টিই হেরেছে রিয়াল, যার আটটি আবার
বায়ার্নের
বিপক্ষে। স্প্যানিশ ক্লাবটি ৩ বা তাঁর বেশি গোল খেয়েছে আটবার।
জার্মানিতে তাদের সবচেয়ে বড় পরাজয়টি ৫-০ গোলের, কাইজারস্লটার্নের বিপক্ষে ১৯৮২ সালে
উয়েফা কাপে। ৫-১ গোলে হেরেছে দুবার, বরুসিয়া মনশেনগ্লাডবাখ (১৯৮৫, উয়েফা কাপ) ও
হামবুর্গের (১৯৮০, ইউরোপিয়ান কাপ) কাছে।
No comments:
Post a Comment