Monday, April 16, 2012

সংখ্যা বাড়ছে আগামী ২০১৪ সালে অনুষ্ঠেয় টি২০ বিশ্বকাপে


প্রতিদিন ২৪ ডেস্ক
টি২০ বিশ্বকাপে দলের সংখ্যা বাড়ছে। আগামী ২০১৪ সালে অনুষ্ঠেয় টি২০ বিশ্বকাপে ১২টি দলের পরিবর্তে ১৬টি দল অংশগ্রহণ করবে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)-এর নির্বাহী বোর্ড সোমবার অনুষ্ঠিত সভায় টি২০ বিশ্বকাপে দলের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেয়।

গত মার্চে আইসিসির প্রধান নির্বাহী কমিটি তাদের রিপোর্টে ২০১৪ সাল থেকে টি২০ বিশ্বকাপে দলের সংখ্যা বাড়ানোর সুপারিশ
করেছিল। আইসিসির বোর্ড এই রিপোর্টের ওপর বিস্তারিত আলোচনা শেষে দলের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেয়।

বোর্ড সভায় পুরুষ এবং প্রমীলা টি২০ বিশ্বকাপ একই সাথে আয়োজনেরও সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বোর্ড সভার সিদ্ধান্তে বলা হয়েছে, আইসিসি ওয়ার্ল্ড টি২০ বিশ্বকাপ আয়োজনের নির্ধারিত  সময়টাতেই প্রমীলা টি২০ বিশ্বকাপের আয়োজন করা হবে। কিন্তু আনুপাতিক হারে ওডিআই ম্যাচের সংখ্যা কমানো হবে। আইসিসির বর্তমান গাইডলাইন অনুযায়ী একটি পূর্ণ সদস্য দেশ বছরে ১২টি টি২০ ম্যাচ খেলতে পারে।

আইসিসির প্রধান নির্বাহী হারুন লরগাত বলেছেন, টি২০ বিশ্বকাপে দলের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেয়ার আগে কি পরিমাণে ক্রিকেট খেলা হচ্ছে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। একটি বছরে অতিরিক্ত টি২-০ ম্যাচ খেলার বিষয়ে সিদ্ধান্ত নেয়ার সময়ে সারা বছরে ক্রিকেটারদেরে ওপর কি পরিমাণ চাপ পড়তে পারে সেটাও বিবেচনা করা হয়েছে।

বোর্ডের সভায় ২০১৪ সালের টি২০ বিশ্বকাপের জন্য বাছাইপর্ব সংযুক্ত আরব আমীরাতে ২০১৩ সালের অক্টোবরে এবং ২০১৫ সালের আইসিসি ক্রিকেট বিশ্বকাপের বাছাইপর্ব ২০১৪ সালে নিউজিল্যান্ডে আয়োজনের ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হয়েছে।

No comments:

Post a Comment