প্রতিদিন ২৪ ডেস্ক
পাকিস্তানে যাবার মতো সিদ্ধান্ত নিয়েছেন বিসিবি সভাপতি আহম মোস্তফা
কামাল আইসিসির সহ-সভাপতি পদে পাকিস্তানিদের সমর্থনের আশায়। সেই সহ-সভাপতি পদে
আইসিসিতে দেয়া মনোনয়ন আজ সোমবার আইসিসি আনুষ্ঠানিকভাবে স্থগিত ঘোষণা করেছে।
আর মিরপুরে স্টুয়ার্ট ল’ পদত্যাগের বিষয়টি জানাজানি হয়ে
পড়লে বিসিবি মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস বিষয়টি স্বীকার করে বলেন,
‘‘আইসিসি থেকে আমাদের কাছে একটি
ই-মেইল এসেছে। তাতে বিষয়টি বলা হয়েছে। কিন্তু কেন তা আমরা জানি না।’
জানা গেছে, আইসিসি সহ-সভাপতি
পদে ভোট পাবার জন্যই তো বিসিবি সভাপতি পাকিস্তানের সফরের কথা ঘোষণা দিয়েছেন। এখন
যদি আইসিসির সহ-সভাপতি পদে তার মনোনয়ন বাতিল হয়ে যায় তাহলে কি বাংলাদেশ পাকিস্তানে
যাবে? এমন প্রশ্নের কোনো জবাব জালাল
ইউসুন দিলেন না। তিনি বলেন, ‘‘যা বলার বিসিবি সভাপতি দেশে ফিরেই দেবেন।’’
No comments:
Post a Comment