প্রতিদিন ২৪ ডেস্ক
ফুটবল মাঠে ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে তুমুল
প্রতিদ্বন্দ্বিতা। জীবনের মাঠে কেন পিছিয়ে থাকবেন লিওনেল মেসি? শোনা যাচ্ছে, রোনালদোর মতো ‘ফুটবল ফাদার্স
ক্লাবের’ সদস্য হতে যাচ্ছেন মেসিও। এখনো নিশ্চিত না হওয়া
গেলেও আর্জেন্টিনার বিভিন্ন সংবাদমাধ্যমের খবর, বাবা হতে যাচ্ছেন আর্জেন্টাইন জাদুকর।
তাঁর দীর্ঘদিনের বান্ধবী আন্তনেলা রোকুজ্জো অন্তঃসত্ত্বা।
খবরটি ছড়িয়েছে মেসি-রোকুজ্জোর শহর রোজারিও থেকেই। একটি রেডিও অনুষ্ঠান থেকে প্রথমে খবরটি শোনা যায়, বিভিন্ন সংবাদমাধ্যম পরে খবরটির সত্যতা নিশ্চিত করে। মেসি-রোকুজ্জো এখনো মুখ খোলেননি, তবে দুজনের পরিবারের কাছ থেকে ইঙ্গিত পেয়েই নাকি নিশ্চিত হয়েছে সংবাদমাধ্যম। কদিন আগে বাবা হওয়ার ইচ্ছা কথা জানিয়েছিলেন মেসি নিজেই। অনেকে তাই দুইয়ে দুইয়ে চার মিলিয়ে নিয়েছে। আর্জেন্টাইন ফুটবলের তথ্যপোর্টাল ‘ফুটবল আর্জেন্টিনো’-তে দুজনকে জানানো হয়েছে অনেক শুভেচ্ছাবার্তা। ২০০৯ সাল থেকে একসঙ্গে আছেন মেসি-রোকুজ্জো। এর আগে একবার খবর ছড়িয়েছিল, ভ্যালেন্সিয়ার কাছে ইবিজা দ্বীপে গোপনে বিয়েটা সেরে ফেলেছেন দুজন। পরে দুই পরিবারই সেটা উড়িয়ে দিয়েছিল। তবে এবারের খবরটি মনে হচ্ছে সত্যিই! ওয়েবসাইট।
No comments:
Post a Comment