প্রতিদিন ২৪ ডেস্ক
৭০ দশকের ‘লাভ স্টোরি’ খ্যাত অভিনেতা রায়ান ও’নিল ভুগছেন প্রোস্টেট
ক্যান্সারে। সোমবার তিনি নিজেই জানালেন এই অসুস্থতার কথা।
তিনি মিডিয়াকে এই খবর জানানোর সঙ্গে সঙ্গে এ-ও জানান, তিনি প্রোস্টেট ক্যান্সারের ‘স্টেজ ২’-এ আছেন। এই পর্যায় থেকে চিকিৎসার
মাধ্যমে ক্যান্সারকে জয় করা সম্ভব।
৭০ বছর বয়সী এই অভিনেতা বলেন, “ক্যান্সারের খবরটি শুনে প্রথমে
অনেক বিস্মিত এবং আতঙ্কিত হয়েছিলাম। কিন্তু এটা আমার সৌভাগ্য যে, রোগটা প্রথম দিকেই ধরা পড়ে
গেল। এখন থেকে চিকিৎসা শুরু করলে এটা আমার খুব বেশি ক্ষতি করতে পারবে না। আমি
পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারবো।”
৭০ দশকের এই আলোচিত অভিনেতা একাধারে বড় ও ছোটপর্দায়
জনপ্রিয় ছিলেন। বড় পর্দায় তার আলোচিত কাজগুলো হলো- লাভ স্টোরি (১৯৭০), পেপার মুন (১৯৭৩), এ ব্রিজ টু ফার (১৯৭৭) সহ আরো
অনেক ছবি। এসব ছবির জন্য তিনি অস্কার এবং গোল্ডেন গ্লোব মনোনয়নসহ জিতেছেন অনেক
সম্মানজনক পুরস্কার। আর ছোটপর্দায় তার কিছু সফল কাজ হলো- গানস্মোক (১৯৬৪), পেটন প্লেস (১৯৬৪-১৯৬৯), ডেসপারেট হাউজওয়াইভস (২০০৫)
এবং বোনস (২০০৭)।
এদিকে আমেরিকার ন্যাশনাল ক্যান্সার ইন্সটিটিউট
জানিয়েছে,
প্রোস্টেট ক্যান্সারের সবশেষ
ধাপ হলো ‘স্টেজ ৪’। সেখানে পৌঁছে গেলে রোগীকে আর
বাঁচানো যায় না। কিন্তু রায়ান এখন ‘স্টেজ ২’-এ আছেন। তাই তার আরোগ্য লাভ
এখন সময়ের ব্যাপার মাত্র। কিন্তু এরপরও রায়ানের পরিবার তাকে নিয়ে চিন্তিত। কারণ, রায়ানের দীর্ঘদিনের প্রেমিকা
এবং সহকর্মী ফারাহ ফসেটও এমন ক্যান্সারের সঙ্গে লড়াই করেই মারা গিয়েছে।
No comments:
Post a Comment