Monday, April 16, 2012

সেই শুরুটাও গতির ঝড় তুলে


প্রতিদিন ২৪ ডেস্ক
রিলে দৌড়ের পর বোল্টএর আগে দুবার ট্র্যাকে নামার ইঙ্গিত দিয়েও শেষ পর্যন্ত অজ্ঞাত কারণে নামেননি। চোট-অসুস্থার ফিসফিসানিতে লন্ডন অলিম্পিকে তাঁর যাওয়া নিয়েই জেগেছিল সংশয়। অবশেষে সব সংশয় উড়িয়ে দিয়ে মৌসুম শুরু করলেন উসাইন বোল্ট। বলা যায় সেই শুরুটাও গতির ঝড় তুলে। 

১০০ বা ২০০ মিটারে নয়, বিশ্ব চ্যাম্পিয়ন মৌসুম শুরু করলেন ৪১০০ মিটার রিলে দিয়ে। কিংস্টনে ইউটেক ক্লাসিকোর রিলেতে বোল্টের দল জিতেছে মৌসুমের সেরা সময় করে। রিলেতে মারিও ফেরাসাইথ এবং কিমারি রোচের সঙ্গে বোল্টের সতীর্থ ছিলেন তাঁর ১০০ মিটারের প্রতিপক্ষ ইয়োহান ব্লেকও। বৃষ্টিভেজা পিচ্ছিল ট্র্যাকেও ৩৭.৮২ সেকেন্ড সময় করে তাঁরা হারিয়েছেন ১০০ মিটারের সাবেক বিশ্ব রেকর্ডধারী আসাফা পাওয়েল ও ব্রিটেনের ডোয়াইন চ্যাম্বার্সদের দলকে। পাওয়েল-চ্যাম্বার্সরা সময় করেছেন ৩৮.২৭ সেকেন্ড।
নিজের প্রথম দৌড় নিয়ে ১০০ ও ২০০ মিটারের অলিম্পিক ও বিশ্ব রেকর্ডধারী খুব খুশি, ‘প্রথম দৌড়ের আগে আমি সব সময়ই কিছুটা স্নায়ুচাপে থাকি। কিন্তু আমি চাপটাকে দারুণভাবে কাটিয়েছি। এটা দারুণ।বৃষ্টিভেজা ট্র্যাকে দৌড়ানো নিয়ে জ্যামাইকান বজ্রবিদ্যুৎ অখুশি নন। বলছেন, এটা বরং তাঁকে লন্ডন অলিম্পিকের জন্য প্রস্তুতিতে সাহায্য করবে, ‘কিছু বৃষ্টিসহ আবহাওয়াটা ছিল ঠান্ডা। কিন্তু ইউরোপে এমন পরিস্থিতিতেই আমরা থাকি, কাজেই এটা ঠিক আছে।
বোল্ট শুক্রবার ২০০ মিটারে দৌড়াতে চেয়েও খারাপ আবহাওয়ার জন্য দৌড়াননি। তবে আগে রিলে ও ৪০০ মিটারে দৌড়ানো ১০০ মিটারের বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ব্লেক মৌসুমে প্রথমবারের মতো দৌড়েছেন ১০০ মিটারে এবং জিতেছেনও দুর্দান্তভাবে। সময় করেছেন ৯.৯০ সেকেন্ড। এএফপি, রয়টার্স।

No comments:

Post a Comment