প্রতিদিন ২৪ ডেস্ক
তিনি সর্বকালের সেরা কি না, এটা নিয়ে
বিতর্কের যথেষ্ট সুযোগ আছে। তবে এমন একদিন আসবে, যখন আর বিতর্কের অবকাশ থাকবে না।
অবিসংবাদিতভাবে তাঁর গলায় উঠবে সর্বকালের শ্রেষ্ঠত্বের বরমাল্য। লিওনেল মেসিকে
নিয়ে এটাই প্রত্যাশা বার্সেলোনা-সতীর্থ জাভির। ২৪
বছর বয়সেই বার্সার সর্বকালের
সর্বোচ্চ গোলদাতা হয়েছেন। আরও বছর দশেক খেললে মেসি ক্লাব, দেশ তো বটেই, পেরিয়ে যাবেন
সময়েরও গণ্ডি। ফিফাডটকমকে জাভি বলেছেন, ‘ও যদি এভাবেই খেলে যায়, আমি মনে করি, ফুটবল ইতিহাসেরই
সর্বকালের সেরা হবে মেসি।’ ওয়েবসাইট। মেসি ছাড়াও জাভি কিন্তু আরও কয়েকজন ফুটবলারের অনুরাগী, ‘জিদান আর রোনালদোর সঙ্গে খেলতে পারলেও খুবই ভালো লাগত। অবশ্য বার্সেলোনা আর স্পেন জাতীয় দলের হয়ে খেলতে পারায় নিজেকে ভাগ্যবান মনে করি, যেখানে অনেক দুর্দান্ত খেলোয়াড় আছে। পাশাপাশি আছে দুর্দান্ত কিছু মানুষ ও কোচ, যাদের কাছে আমি শিখেছি। ফুটবলের গ্রেট তারকা কিংবা ব্যক্তিদের সঙ্গে দেখা করতে কে না চায়। আমিও যেমন চাই, কোচ ক্রুইফের অধীনে যদি খেলতে পারতাম, তাহলে দেখা যেত তিনি কীভাবে কাজ করেন। কারণ এ নিয়ে অনেক রূপকথা শুনেছি।’
No comments:
Post a Comment