প্রতিদিন ২৪ ডেস্ক
আইসিসির এক্সিকিউটিভ বোর্ডের
রোববারের সভায় সভাপতি ও চেয়ারম্যানের কার্যপরিধির বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। এদিকে
জুনের আগে নির্ধারিত হচ্ছে না সহ-সভাপতি পদে বাংলাদেশ ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের
যৌথ মনোনয়নের বিষয়টি।
দুবাইতে অনুষ্ঠিত বছরের দ্বিতীয় সভাটিতে আগের বৈঠকের সূত্র ধরে সংস্থাটিতে সভাপতি ও চেয়ারম্যানের দায়িত্ব ভাগাভাগির জন্য গঠনতন্ত্রে প্রয়োজনীয়
সংশোধনের বিষয় অনুমোদন করেন পরিচালকরা। এ বিষয়ে সংশোধিত অনুচ্ছেদগুলো
জুনে কুয়ালালামপুরে আইসিসির বার্ষিক সম্মেলনে চূড়ান্ত অনুমোদনের জন্য উপস্থাপন করা
হবে।দুবাইতে অনুষ্ঠিত বছরের দ্বিতীয় সভাটিতে আগের বৈঠকের সূত্র ধরে সংস্থাটিতে সভাপতি ও চেয়ারম্যানের দায়িত্ব ভাগাভাগির জন্য গঠনতন্ত্রে প্রয়োজনীয়
সংশোধনী অনুযায়ী- ২০১৪ সালে বার্ষিক সম্মেলনের পর সভাপতি হিসেবে বোর্ড চেয়ারম্যানের দায়িত্ব পালন করতে পারবেন না আইসিসি সভাপতি। সে পর্যন্ত আইসিসি সভাপতি ও সহ-সভাপতি তাদের বর্তমান দায়িত্ব পালন করবেন। তবে ২০১৪ বার্ষিক সম্মেলনে সহ-সভাপতি পদটি বিলুপ্ত হবে এবং বোর্ড চেয়ারম্যানের পদ সৃষ্টি করা হবে।
আইসিসির নতুন সভাপতির পদটি হবে আলংকারিক। সেটা এক বছরের জন্য হবে এবং পর্যায়ক্রমে সদস্য দেশগুলোর সবাই সভাপতি হবেন। এছাড়া বোর্ডে সভাপতির কোনো ভোটাধিকার থাকবে না।
বোর্ড কর্তৃক চেয়ারম্যান মনোনীত হবেন। তিন বছরের জন্য দায়িত্ব পালন করবেন চেয়ারম্যান এবং সর্বোচ্চ দুই মেয়াদে ছয় বছর পর্যন্ত পদে থাকতে পারবেন। চেয়ারম্যানের ও কোনো ভোটাধিকার থাকবে না।
আইসিসির চলতি বার্ষিক সম্মেলন পর্যন্ত যতক্ষণ না সংশোধিত অনুচ্ছেদ অনুযায়ী প্রেসিডেন্টের ভূমিকা নিশ্চিত করা হয় সে পর্যন্ত ২০১২-১৪ মেয়াদের জন্য সহ-সভাপতি হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের যৌথ মনোনয়নের বিষয়টি পিছিয়ে দেওয়া হয়েছে।
এদিকে আইসিসির মনোনয়ন কমিটি জানিয়েছে বর্তমান প্রধান নির্বাহী হারুন লরগাতের উত্তরসূরী হিসেবে চারজনের একটি সংক্ষিপ্ত তালিকা করেছে। আসছে জুনে আইসিসির বার্ষিক সম্মেলনের পরই লরগাতের পদটি শূন্য হবে।
এদিকে ২০১২-১৪ সাল মেয়াদে আইসিসির ক্রিকেট কমিটির অনুমোদন দিয়েছে বোর্ড। তবে ক্রিকেট কমিটির চেয়ারম্যানের পদের দায়িত্ব ও ভূমিকার বিষয়গুলো পর্যালোচনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষ করে ক্রিকেট চেয়ারম্যানের সম্ভাব্য বেতনাদি ও চেয়ারম্যানের গণমাধ্যম সংশ্লিষ্টতা সম্পর্কিত বিষয়গুলো পর্যালোচনা করবে বোর্ড।
এদিকে মেয়াদ শেষ হয়ে যাওয়া বর্তমান ক্রিকেট কমিটি চেয়ারম্যান ক্লাইভ লয়েডকে জুনের বার্ষিক সম্মেলন পর্যন্ত দায়িত্ব পালন করে যেতে অনুরোধ করা হয়েছে। এছাড়া প্রধান নির্বাহী কমিটি (সিইসি) থেকে সাম্প্রতিক নিয়োগ পাওয়া বিভিন্ন কমিটির প্রধানদের বিষয়গুলো অনুমোদন দিয়েছে বোর্ড।
আইসিসির মহিলা কমিটিতে মিস ক্লেয়ার কনরকে দ্বিতীয় মেয়াদের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। গণমাধ্যম সম্পর্কিত বিষয়ে দ্বিতীয় মেয়াদে তিন বছরের জন্য দায়িত্ব পেয়েছেন রবিশাস্ত্রী। সিইসি প্রতিনিধি হিসেবে নিউজিল্যান্ড ক্রিকেটের প্রধান নির্বাহী ডেভিড হোয়াইটকে এবং এমসিসি প্রতিনিধি হিসেবে জন স্টিফেনসনকে নিয়োগ দেওয়া হয়েছে।
No comments:
Post a Comment