পোর্ট
অব স্পেন টেস্টের প্রথম দিনটা ছিল সেয়ানে-সেয়ানে। অস্ট্রেলিয়ার ২০৮ রানের বিনিময়ে
ওয়েস্ট ইন্ডিজ তুলে নিয়েছিল ৫টি উইকেট। কিন্তু দ্বিতীয় দিনে ম্যাচের লাগামটা
কিন্তু পুরোপুরিই অস্ট্রেলিয়ার হাতে। অসিদের সব কটি উইকেট
হারিয়ে করা ৩১১ রানের
জবাবে ব্যাট করতে নেমে ক্যারিবীয়রা ৪৯ রান তুলতেই ৩ উইকেট হারিয়ে বিপর্যয়ের
সম্মুখীন। আগের দিন ২৬ রানে অপরাজিত থাকা মাইক হাসির ৭৩ রানের কল্যাণেই ৩০০-র কোটা পার হতে পেরেছে অস্ট্রেলিয়া। হাসি রীতিমতো ঘুমপাড়ানি ঢংয়ে ২০৭ বলে ৭৩ রানের এক ‘অনবদ্য টেস্ট ইনিংস’ খেলেন।
দ্বিতীয় দিন শেষে পোর্ট অব স্পেন টেস্টে অস্ট্রেলিয়া এগিয়ে আছে ২৬২ রানে। ওয়েস্ট ইন্ডিজের বাকি ব্যাটসম্যান, বিশেষ করে ব্রাভো ও চন্দরপালের জুটির ওপরই এই মুহূর্তে নির্ভর করছে অনেক কিছু। ব্রাভো ১৬ ও চন্দরপাল ১ রান নিয়ে আজ শুরু করবেন তৃতীয় দিনের খেলা।
সংক্ষিপ্ত স্কোর
অস্ট্রেলিয়া ৩১১ (প্রথম ইনিংস, ১৩৫ ওভার)
হাসি ৭৩, ওয়াটসন ৫৬, ক্লার্ক ৪৭
রোচ ৫/১০৬, শিলিংফোর্ড ৩/৯২, দিওনারাইন ২/৩২
ওয়েস্ট ইন্ডিজ ৩/৪৯ ( প্রথম ইনিংস, ২৫.৩ ওভার)
পাওয়েল ১৯; বিয়ার ১/২২, হিলফেনহস ১/১২, প্যাটিনসন ১/৬
(দ্বিতীয় দিন শেষে, অস্ট্রেলিয়া ২৬২ রানে এগিয়ে, ওয়েস্ট ইন্ডিজের হাতে রয়েছে ৭ উইকেট)
No comments:
Post a Comment