Sunday, April 15, 2012

পাকিস্তান সফরে যাচ্ছে বাংলাদেশ


অবশেষে পাকিস্তান সফরে যাচ্ছে বাংলাদেশ। সব জল্পনা কল্পননার অবসান ঘটিয়ে গতকাল অইসিসি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে। আইসিসির সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয় যে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) যৌথ ভাবে এই সফরের বিষয়ে আইসিসিকে
নিশ্চিত করেছে। বাংলাদেশ পাকিস্তানে একটি ওয়ানডে ও একটি টি-২০ খেলতে সম্মতি প্রকাশ করেছে।  সেই হিসেবে আগামী ২৯ এপ্রিল একমাত্র ওয়ানডে ও ৩০ এপ্রিল একমাত্র টি-২০ টি হওয়ার অনুষ্ঠিত হওয়ার কথা। এই বিষয়ে বিসিবি সভাপতি মোস্তফা কামাল বলেন, ‘ক্রিকেট থেকে বঞ্চিত পাকিস্তানে জনগণকেসমর্থন দেওয়া প্রয়োজন। আমরা নিরাপত্তা পর্যবেক্ষণে যখন লাহোর ও করাচি পরিদর্শনে গিয়ে ছিলাম তখন আমরা দারুণ অভ্যর্থনা পেয়েছি।’ অন্যদিকে পিসিবি সভাপতি জাকা আশরাফ বলেন, ‘আমি বিসিবিকে ধন্যবাদ দিতে চাই। আশা করি, বাংলাদেশ সরকারও সফরের বিষয়ে সমর্থন জানাবে।’

No comments:

Post a Comment