পাঞ্জাবের
কাছে ২ রানে হেরে গেল কলকাতা নাইট রাইডার্স। ১৩৫ রানের টার্গেটে ৭ উইকেট হারিয়ে
১৩২ রানে শেষ হয় কলকাতার ইনিংস। সাকিব ৮ বলে করেন ৪ রান। পঞ্চম ম্যাচে এটি কলকাতার
তৃতীয় হার। ৭ নম্বরে ব্যাটিংয়ে যাওয়া দেবব্রত দাস ২৩ বলে সর্বোচ্চ ৩৫ রান তুলে
অপরাজিত থাকেন। গম্ভীর, বিসলা ও তিওয়ারি ২২, ২৭ ও ২০ রান তুলে আউট হন এর
আগে।
পিযুষ চাওলা ১৮ রানে তিন ও ভার্গব ভাট ২২ রানে দুই উইকেট শিকার নিয়ে নিজ মাঠে জয়
বঞ্চিত রাখে কলকাতাকে। আগে ব্যাট করে কিংস ইলেভেন পাঞ্জাব ৯ উইকেটে সংগ্রহ করে ১৩৪
রান। ক্যারিবীয় অফ স্পিন তারকা সুনীল নারায়ণ ৪ ওভারের স্পেলে ১৯ রান দিয়ে শিকার
করেন ৫ উইকেট। নিজের ৪ ওভারে ২৬ রান দিয়ে এক উইকেট পেয়েছেন সাকিব আল হাসান।
পাঞ্জাবের সর্বোচ্চ ৩৮ রান মানদীপ সিংয়ের। ডেভিড হাসি করেছেন ৩২ রান। চলতি
আইপিএলে ম্যাচে ৫ উইকেট শিকারের তৃতীয় ঘটনা নারায়ণেরটি। এর আগে চেন্নাইয়ের
রবীন্দ্র জাদেজা ও পাঞ্জাবের দিমিত্রি মাসকারেনহাস এ কৃতিত্ব দেখান চলতি আসরে।
টি-২০ ক্যারিয়ারে এটি নারয়ণের সেরা বোলিং। এর আগে এ ঘরানার ক্রিকেটে ৯ রানে চার
উইকেট শিকার ছিল তার সেরা কীর্তি।
No comments:
Post a Comment