Monday, April 16, 2012

ফাইনালে উঠেছে চেলসি-লিভারপুল


প্রতিদিন ২৪ ডেস্ক
গত ২৬ ফেব্রুয়ারি ওয়েম্বলিতে কার্ডিফ সিটিকে হারিয়ে লিগ কাপের শিরোপা জিতেছিল লিভারপুল। পরশু সেই ওয়েম্বলিতেই নগর প্রতিদ্বন্দ্বী এভারটনকে হারিয়ে ১৪তম বারের মতো এফএ কাপের ফাইনালে উঠে গেছে কেনি ডালগ্লিসের দল। অ্যান্ডি ক্যারলের শেষ মুহূর্তের গোলে অলরেডরা জিতেছে ২-১ গোলে।

ওয়েম্বলিতে পরশুর মার্সিসাইড ডার্বিতে প্রথমে এগিয়ে ছিল এভারটনই। ২৪ মিনিটে এভারটনকে এগিয়ে দেন এই জানুয়ারিতেই রেঞ্জার্স থেকে নিয়ে আসা ইয়েলাভিচ। ৬২ মিনিটে লিভারপুল সমতায় ফেরে লুইস সুয়ারেজের গোলে। ৮৭ মিনিটে জয়ের আনন্দে ভাসান ক্যারল। আগামী ৫ মে এই ওয়েম্বলিরই ফাইনালে লিভারপুলের প্রতিপক্ষ চেলসি। কাল টটেনহামকে ৫-১ গোলে উড়িয়ে দিয়ে ফাইনালে উঠেছে ব্লুরা। এটা তাদের ১১তম ফাইনাল। 
এদিকে টানা তৃতীয়বারের মতো ফ্রেঞ্চ লিগ কাপের শিরোপা জিতেছে অলিম্পিক মার্শেই। পরশু স্ট্যাডে ডি ফ্রান্সের ফাইনালে ব্রাজিলিয়ান স্ট্রাইকার ব্রান্ডাওয়ের অতিরিক্ত সময়ের গোলে মার্শেই অলিম্পিক লিঁওকে হারিয়েছে ১-০ গোলে। রয়টার্স, ওয়েবসাইট।

No comments:

Post a Comment