Sunday, April 15, 2012

বার্সা-রিয়ালের জয়: মৌসুমে সর্বোচ্চ ৪১ গোল করার রেকর্ড দুই চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসি


267ad8fe080a915f7df67f1b4dce3b32.gif (500×280)স্প্যানিশ লা লিগায় জয় পেয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। স্পোর্টিং গিহনের বিপক্ষে রিয়ালের ৩-১ গোলের জয়ের দিনে বার্সেলোনা ২-১ গোলে হারিয়েছে লেভান্তেকে।  


Ronaldo-sm20120415102011.jpg (400×255)এদিকে লা লিগায় এক মৌসুমে সর্বোচ্চ ৪১ গোল করার রেকর্ড গড়েছেন দুই চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসি। শনিবার দুই তারকার
রেকর্ড গড়ার দিনে জিতেছে তাদের দল রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। ফলে আগামী সপ্তাহে এল ক্ল্যাসিকোর আগে ৪ পয়েন্টে এগিয়ে থাকলো রিয়াল। 

এদিন রিয়াল মাদ্রিদ ৩-১ গোলে দশজনের স্পোর্টিং গিজনকে ও বার্সেলোনা ২-১ গোলে লেভান্তেকে হারিয়েছে।

৩৩ খেলায় রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৮৫। সমান খেলায় ৮১ পয়েন্ট নিয়ে বার্সেলোনা দুই নম্বরে। উভয় দলেরই পাঁচটি করে খেলা বাকি আছে। 

সান্টিয়াগো বার্নাব্যুতে এদিন ৭৪ মিনিটে গোল করে গত মৌসুমে নিজের গড়া ৪০ গোলের রেকর্ড ভাঙ্গেন রোনালদো। যদিও তার আগে দে লাস কুয়েভাসের পেনাল্টি গোলে ৩০ মিনিটে এগিয়ে গিয়েছিলো স্পোর্টিং গিজনই। কিন্তু বেশিক্ষণ তারা এই ব্যবধান ধরে রাখতে পারেনি। ৩৭ মিনিটে গনজালো হিগুয়াইন গোল করলে সমতায় ফেরে রিয়াল। ৭৯ মিনিটে ডিফেন্ডার কানেয়া লাল কার্ড (দুইটি হলুদ কার্ড) দেখলে দশ জনের দলে পরিণত হয় গিজন। ৮২ মিনিটে রিয়ালের হয়ে তৃতীয় গোলটি করেন বদলি খেলোয়াড় করিম বেনজেমা। 

লেভান্তের মাঠে অতিথি হয়ে খেলতে যাওয়া বার্সেলোনাও এদিন শুরুতে পিছিয়ে পড়েছিলো। ২৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করে লেভান্তেকে এগিয়ে নেন বারকেরো। এক গোলে পিছিয়ে থেকেই বিরতিতে যায় বার্সেলোনা। ৬৪ মিনিটে গোল করে খেলায় সমতা ফেরান মেসি। ৭২ মিনিটে পেনাল্টি থেকে দ্বিতীয় গোলটি করেন তিনি। যদিও ওই পেনাল্টিটি বিতর্কিত ছিলো। 

No comments:

Post a Comment