প্রতিদিন ২৪ ডেক্স
কেউ তাঁর পাঁজর লক্ষ্য করে বন্দুকের
নল উঁচিয়ে ধরলেও রবার্তো মানচিনি এটা বলবেন না ম্যানচেস্টার সিটির আর কোনো আশা
আছে। ২১ মার্চ থেকে ৮ এপ্রিল—১৯ দিনের মধ্যে
সম্ভাব্য ১৫ পয়েন্টের ১০ পয়েন্টই হাতছাড়া করেছে ম্যানচেস্টার সিটি। পাঁচ ম্যাচে
একটি জয়, দুটি ড্র। অনেকে
নিজের পায়ে কুড়াল
মারে। সিটি কুড়ালেই পা মেরেছে বলে ফুটবলবোদ্ধাদের অনুমান। লিগের শেষ ধাপে এসে
এভাবে পয়েন্ট হারিয়েই সর্বনাশ ডেকে এনেছে সিটি। গত ম্যাচে অবনমন অঞ্চলের দলের কাছে
ম্যানচেস্টার ইউনাইটেড অপ্রত্যাশিত পরাজয়ের মুখে পড়লেও মানচিনিকে তাই এই ধারণা
থেকে টলানো যাচ্ছে না—সিটির জন্য আর কোনো সুযোগ নেই, ‘ম্যানইউ দুর্দান্ত একটা দল। আমার মনে
হয় না, পাঁচ পয়েন্ট তারা হারাবে। আমি সব সময়ই
লড়াই করি, প্রতিদিনই। আমার দলও তা-ই। তবে এখন আর
ঘুরে দাঁড়ানোর সময় নেই।’ইংলিশ প্রিমিয়ার লিগে পাঁচ ম্যাচ বাকি। ম্যানইউ-সিটির মধ্যে ব্যবধানও পাঁচেরই। এর মধ্যে একটি ম্যাচ আবার সিটির মাঠে গিয়ে খেলবে ম্যানইউ। ওই ম্যাচে সিটিকে ফেবারিট ধরে নিয়ে আর একটি ম্যাচে ম্যানইউয়ের অপ্রত্যাশিত ফলই পাল্টে দিতে পারে সব হিসাব। উইগানের কাছে হোঁচট খাওয়া ম্যানইউ আগামীকাল দুরুদুরু বক্ষে মাঠে নামবে অ্যাস্টন ভিলার বিপক্ষে। ইংলিশ প্রিমিয়ার লিগে বরাবরই অন্যতম শক্তি ভিলা অবশ্য এবার পয়েন্ট টেবিলের ১৫ নম্বরে। সিটি অবশ্য ম্যানইউর ওপর একটা চাপ তৈরির সুযোগ পাচ্ছে—পাঁচের ব্যবধান আজ দুইয়ে নামিয়ে আনার সুযোগ। নরউইচ সিটির বিপক্ষে তাদের খেলা। গত ম্যাচে ওয়েস্টব্রমকে ৪-০ গোলে উড়িয়ে দেওয়া সিটি আজও ফেবারিট।
ইউরোপিয়ান ফুটবলের শেষের অঙ্কে এসে এটা পরিষ্কার হয়ে গেছে, প্রধান চারটি লিগেই শিরোপা লড়াইটা দ্বিমুখী। বাকি বড় দলগুলোর জন্য তা চ্যাম্পিয়নস কিংবা ইউরোপা লিগে জায়গা আদায় করার লড়াই। ইংল্যান্ডে যেমন ম্যানচেস্টারের দুই দল, স্পেনে যেমন রিয়াল-বার্সা; জার্মানি আর ইতালিতেও তা-ই। এর মধ্যে ইতালিতে দ্বৈরথটা জমেছে ভালো। জুভেন্টাস আর এসি মিলানের মধ্যে ব্যবধান মাত্র এক পয়েন্টের। মিলান শীর্ষ স্থান ফিরে পেতে আজ মুখোমুখি হবে জেনোয়ার। আগামীকাল সেসেনার বিপক্ষে ম্যাচ জুভেন্টাসের। বুন্দেসলিগায় ৬৯ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা বরুসিয়া ডর্টমুন্ড আজ খেলবে শালকের বিপক্ষে। ৬ পয়েন্ট পিছিয়ে দুইয়ে থাকা বায়ার্নের প্রতিপক্ষ মেইঞ্জ। এএফপি, ওয়েবসাইট।
No comments:
Post a Comment