প্রতিদিন ২৪ ডেক্স
কয়েক দিন আগে বার্সেলোনা ভেঙেছে
নিজেদের এক মৌসুমের গোলের রেকর্ড। আজ হয়েছে প্রতিদ্বন্দ্বী রিয়াল
মাদ্রিদেরও রেকর্ড। স্পোর্টিং গিজনের বিপক্ষে মাত্র একটি গোল পেলেই হয়। হোসে
মরিনহোর রিয়াল মাদ্রিদ ভেঙে দিয়েছে মিগুয়েল মুনোজের রিয়াল মাদ্রিদদের রেকর্ড।
১৯৫৯-৬০ মৌসুমে মুনোজের দল সব
প্রতিযোগিতা মিলিয়ে করেছিল ১৫৮ গোল। এবার এখন
পর্যন্ত লা লিগায় ১০৪টি, চ্যাম্পিয়নস লিগে ৩২টি ও কোপ ডেল রে ও
সুপার কাপে ১৮টিসহ মোট ১৫৮টি গোল করেছে রিয়াল। লা লিগায় এক মৌসুমে সর্বোচ্চ ১০৭
গোলের রেকর্ডও হাতছানি দিচ্ছে রিয়ালকে। ৪ গোল হলেই ভেঙে যাবে ১৯৮৯-৯০ মৌসুমে
নিজেদেরই করা পূর্বতন রেকর্ডটি।
No comments:
Post a Comment