Friday, April 13, 2012

নাইট রাইডার্সের ৫ উইকেটের জয়ঃ সাকিবের তিন উইকেট ও ১৬ রান


সাকিব আল হাসানের বোলিং নৈপুণ্যে কলকাতার বিপক্ষে নির্ধারিত ২০ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ১৩১ রানের বেশি এগুতে পারেনি রাজস্থান রয়্যালস।বেট করতে নেমে কলকাতা ৫ উইকেট হারিয়ে লক্ষে পৌছে যায়। সাকিব বোল হাতে ৩ উইকেট ও বেটে ১৬ রান করেন। নাইটের পক্ষে জ্যাক
ক্যালিস ৩১, গম্ভির ১১, বিসলা ২৯, তিওয়ারি ২৪ এবং সাকিব আল হাসান করেন ১৬ রান। সাত রান করে অপরাজিত ছিলেন ইউসূফ পাঠান এবং তেনদোসেতে।

রাজস্থানের যে পাঁচ উইকেটের পতন ঘটেছে এর মধ্যে সাকিব একাই নেন তিন উইকেট। চার ওভার বল করে ১৭ রান দেন সাকিব। আজাঙ্কা রাহানে, রাহুল দ্রাবিড় এবং গোস্বামী এই তিনজনের উইকেট নিজের ঝুলিতে নেন সাকিব।

কলকাতার অধিনায়ক গৌতম গম্ভীর ছয় ওভারে তিন তিনজন বোলার বালাজি, ক্যালিস ও ন্যারিনকে ব্যবহার করেও রাজস্থানের উদ্বোধনী জুটিতে ভাঙন ধরাতে পারছিলেন না। ছয় ওভারে উদ্বোধনী জুটিতে রাজস্থানের রাহুল দ্রাবিড় ও আজাঙ্কা রাহানে রান তোলেন ৪৫।

সপ্তম ওভারে গম্ভীর বল তুলে দেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের হাতে। সাকিব তার করা প্রথম ওভারের প্রথম বলেই আজাঙ্কা রাহানেকে উইকেটের পেছনে ক্যাচ দিতে বাধ্য করেন। সেইসাথে প্রথম বলেই উইকেট শিকার করেন সাকিব।

দ্বিতীয় ওভারে আবারো আঘাত হানেন সাকিব। সাকিব তার করা দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলে রাজস্থানের অধিনায়ক রাহুল দ্রাবিড়কে তিওয়ারির ক্যাচে পরিণত করেন সাকিব। রাহুল দ্রাবিড় ২৮ রান করেন। দুই ওভার বল করে ৫ রান খরচায় দুই উইকেট নিলেন সাকিব।

তৃতীয় ওভারে সাকিব কোনো উইকেট না পেলেও চতুর্থ ওভারে আবারো আঘাত হেনে ২৪ রান করা গোস্বামীকে বালাজির ক্যাচে পরিণত করেন সাকিব।

No comments:

Post a Comment