Wednesday, April 11, 2012

জয়ের খুব কাছে অস্ট্রেলিয়া


প্রতিদিন ২৪ ডেস্ক
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সফরের প্রথম টেস্টে জিততে হলে অস্ট্রেলিয়াকে করতে হবে ১৯২ রান। বুধবার ব্রিজটাউনের কিংসটন ওভালে পঞ্চম দিনে সফরকারী অস্ট্রেলিয়া ওয়েস্ট ইন্ডিজকে ১৪৮ রানে অলআউট করে দিলে জয়ের জন্য অস্ট্রেলিয়ার প্রয়োজন পড়ে ১৯২ রানের। খেলা বাকি রয়েছে ৬২.২ ওভার।


প্রথম ইনিংসে ৪৩ রানে এগিয়ে থাকা স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে চতুর্থ দিন শেষে করেছিল ৭১ রান ৫ উইকেট হারিয়ে।

পঞ্চম দিনের শুরুতেই আগের দিনের ৭৫ রানের সাথে কোনো রান যোগ না করতেই ডিওনারাইন আউট হলে ষষ্ঠ উইকেটের পতন ঘটে ক্যারিবীয়দের। হ্যারিসের বলে এলবিডব্লিউর ফাঁদে পা দেন তিনি।

নিয়মিত বিরতিতে উইকেট পরতে থাকা ওয়েস্ট ইন্ডিজ পঞ্চম দিনে লাঞ্চের আগে ৩২.৫ ওভার মোকাবেলা করতেই ১৪৮ রানে গুটিয়ে যায় তাদের দ্বিতীয় ইনিংস। ফলে ১৯১ রানের লিড নেয় স্বাগতিকরা।

অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে হিলফেনহাস চারটি, হ্যারিস তিনটি, পিটার সিডল দুটি এবং শেন ওয়াটসন একটি উইকেট নেন।

জয়ের জন্য অস্ট্রেলিয়ার প্রয়োজন ১৯২ রানের। খেলা বাকি রয়েছে এখনো ৬২.২ ওভার।

এর আগে টসে জিতে ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে ১৫৩ ওভার মোকাবেলায় ৯ উইকেটে ৪৪৯ রান করে ইনিংস ঘোষণা করে। জবাবে অস্ট্রেলিয়াও তাদের প্রথম ইনিংসে ৯ উইকেটে ৪০৬ রান করার পর ইনিংস ঘোষণা করে।

সংক্ষিপ্ত স্কোর
টস: ওয়েস্ট ইন্ডিজ
ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংস: ৪৪৯/৯ (১৫৩ ওভার) (ব্রেথওয়েট ৫৭, অ্যাডওয়ার্ডস ৬১, ব্র্যাভো ৫১, চন্দরপল ১০৩ অপ:, ড্যারেন সামি ৪১, অতিরিক্ত ২৭; হ্যারিস ২/৮৩, ওয়ার্নার ২/৪৫)
অস্ট্রেলিয়া প্রথম ইনিংস: ৪০৬/৯ (১৪৫ ওভার) (ওয়ার্নার ৪২, ওয়াটসন ৩৯, ক্লার্ক ৭৩, মাইক হাসি ৪৮, হ্যারিস ৬৮ অপ:, নাথান লায়ন ৪০ অপ:, অতিরিক্ত ২৬; কেমার রোচ ৩/৭২, অ্যাডওয়ার্ডস ২/৯২, ড্যারেন সামি ২/৬৫)
ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ইনিংস: ১৪৮/১০ (৬৬.৪ ওভার) (ব্র্যাভো ৩২, বাগ ২৩, কেমার রোচ ২৫, অতিরিক্ত ৮; হিলফেনহাস ৪/২৭, হ্যারিস ৩/৩১, সিডল ২/৩২)।

No comments:

Post a Comment