Wednesday, April 11, 2012

বল না করেও আউট


প্রতিদিন ২৪ ডেস্ক
উইকেট নেওয়ার প্রথম শর্ত কী? অবশ্যই সবার আগে বোলিং করতে হবে! বল না করেও নন-স্ট্রাইক প্রান্তে রান আউট সম্ভব। তবে সেটা তো আর বোলারের খাতায় জমা হবে না। বল না করেই কি কোনো বোলারের উইকেট পাওয়া সম্ভব? বিশ্বাস করুন আর না-ই করুন, এই
অসাধ্য সাধন করেছিলেন জর্জ বেনেট! সেটাও যেনতেন ম্যাচে নয়, প্রথম শ্রেণীর ক্রিকেটে। হতভাগ্য ব্যাটসম্যানের নাম জর্জ ওয়েলস। সঠিক উচ্চতা জানা যায়নি, এটুকু শুধু জানা যায়, ক্রিকেট ইতিহাসের সবচেয়ে খাটো ক্রিকেটারদের একজন ছিলেন এই ওয়েলস। সতীর্থরা তাই তাঁকে ডাকতেন টাইনিওয়েলস বা ছোট্টওয়েলস নামে। ১৮৬৬ কাউন্টি চ্যাম্পিয়নশিপের ম্যাচে গ্র্যাভেসেন্ডের ব্যাট অ্যান্ড বল মাঠে মুখোমুখি হয়েছিল সাসেক্স ও কেন্ট। ওয়েলস গার্ড নিতেন স্টাম্পের খুব কাছে, শট খেলার সময় শাফল করে সামনে এগোতেন। ম্যাচের প্রথম ইনিংসে বেনেটের একটা বল খেলতে গিয়ে স্টাম্পে মেরে বসলেন ওয়েলস। হতভম্ব বেনেট বল না করেই থেমে যান। ততক্ষণে আঙুল তুলে বসে আছেন আম্পায়ার জেমস ডিন! নিশ্চয়ই ভাবছেন, বোলারের হাত থেকে বল না বেরোলে তো ডেড বলহওয়ার কথা! আরে মশাই, বলা হচ্ছে প্রায় দেড় শ বছর আগের কথা। তখন কি আর নিয়মের বালাই ছিল! এ ধরনের নানা ঘটনা ঘটেছে বলেই না একটার পর একটা নিয়ম করতে হয়েছে!

No comments:

Post a Comment