Tuesday, April 17, 2012

হতাশা ডেকান চার্জার্স; জয় রাজস্থান রয়্যালসের


প্রথমে ব্যাট করে ১৯৬ রানের বড় সংগ্রহ গড়ে তুললেও শেষ পর্যন্ত হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয়েছে ডেকান চার্জার্সকে। ব্রাড হজ ও দুই ওপেনার আজিঙ্কা রেহানে ও রাহুল দ্রাবিড়ের দুর্দান্ত ব্যাটিংয়ে ২ বল বাকি থাকতেই ৫ উইকেটের দুর্দান্ত জয় তুলে নিয়েছে রাজস্থান রয়্যালস। ২১ বলে ৪৮ রানের ম্যাচ জেতানো ঝোড়ো ইনিংস খেলে শেষ পর্যন্ত অপরাজিত
থাকেন ব্রাড হজ। অধিনায়ক রাহুল দ্রাবিড়ের ব্যাট থেকে এসেছে ৪২ রান। ৪৪ রানের ইনিংস খেলেছেন আরেক ওপেনার আজিঙ্কা রেহানে।
১৯৭ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে শুরুটা ভালোভাবেই করেছিল রাজস্থান। ৬ ওভারের মধ্যেই স্কোরবোর্ডে ৬২ রান যোগ করেন রাহুল দ্রাবিড় ও রেহানে। ২৪ বলে ৪২ রানের দুর্দান্ত ইনিংস খেলে বিদায় নেন দ্রাবিড়। এরপর ছোট ছোট পার্টনারশিপে বেশ ভালোভাবেই জয়ের লক্ষ্যে এগোতে থাকেন রাজস্থানের ব্যাটসম্যানরা। শেষ পর্যায়ে ২১ বলে ৪৮ রানের দুর্দান্ত ইনিংস খেলে রাজস্থান রয়্যালসকে অবিস্মরণীয় এক জয় এনে দেন ব্রাড হজ।
এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে শুরু থেকেই রাজস্থান রয়্যালসের বোলারদের নাজেহাল করেছেন শেখর ধাওয়ান ও অধিনায়ক সাঙ্গাকারা। উদ্বোধনী জুটিতেই তাঁরা করেন ৬৪ বলে ৯৪ রান। এরপর অল্প সময়ের মধ্যেই বিদায় নেন এই দুই ব্যাটসম্যান। তবে এরপর আবার রাজস্থানের বোলারদের হতাশায় ডুবিয়েছেন জে পি ডুমিনি ও ড্যানিয়েল ক্রিশ্চিয়ান। তৃতীয় উইকেটে ৮৮ রানের জুটি গড়ে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন এই দুই ব্যাটসম্যান।

No comments:

Post a Comment