Monday, April 16, 2012

প্রধানমন্ত্রীর সংবর্ধনা উপলক্ষে খেলা বন্ধ


প্রতিদিন ২৪ ডেস্ক
নানা কারণে বারবার বন্ধ হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগ। সর্বশেষ আরও একবার বন্ধ ঘোষণা করা হয়েছে এটি। আজ থেকে তিন দিন বঙ্গবন্ধু স্টেডিয়ামে খেলা নেই। সমুদ্র বিজয়ের জন্য ১৮ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এখানে সংবর্ধনা দেবে যুবলীগ। সেটির প্রস্তুতিপর্ব সারতে আজ থেকে খেলা বন্ধ।

গত রাতে বাফুফে থেকে সংশোধিত ফিকশ্চার পাঠানো হয়েছে। তাতে দেখা যায়, আগামীকাল ১৭ এপ্রিল টাঙ্গাইলে নির্ধারিত বিজেএমসি-শেখ রাসেল ম্যাচটা হবে। বঙ্গবন্ধু স্টেডিয়ামে আজকের নির্ধারিত রহমতগঞ্জ-ব্রাদার্স ম্যাচ হবে ১৯ এপ্রিল। পরদিন ফরাশগঞ্জ-মোহামেডান। ২১ এপ্রিল আরামবাগ-ফেনী সকার ম্যাচ।
বঙ্গবন্ধু স্টেডিয়ামে প্রধানমন্ত্রীর সংবর্ধনার জন্য মঞ্চ তৈরি করা হয়েছে। ভিআইপি প্রান্তের গোলপোস্টের পেছনে অ্যাথলেটিক ট্র্যাকের পর ওই মঞ্চ। স্টেডিয়ামে ঝুলছে বেশ কয়েকটি বিশাল ব্যানার। ১৮ এপ্রিল বেলা দুইটায় শুরু হওয়ার কথা অনুষ্ঠান।
গত রাতে ব্রাদার্সের ম্যানেজার আমের খান অভিযোগ করলেন, ‘ফুটবল ফেডারেশন সব সময় বলে, তারা সরকারের কথায় চলে না। কিন্তু এখন সরকার বা বিরোধী দলের কোনো অনুষ্ঠান উপলক্ষে লিগ বন্ধ হলে আমরা কোথায় যাব? ফুটবল মাঠটাকে এসবের বাইরে রাখা উচিত। ফেডারেশনের উচিত ছিল প্রয়োজনে খেলা কমলাপুরে স্থানান্তর করা। কিন্তু তারা সেটা না করে ক্লাবগুলোকে ভোগান্তির মধ্যে ফেলছে। কারণে-অকারণে বারবার লিগ বন্ধ করে লিগের সর্বনাশ করছে ফেডারেশন।

No comments:

Post a Comment