লা লিগায় কে হবেন সর্বোচ্চ গোলদাতা? এই নিয়ে জোর লড়াই চলছে
লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মধ্যে। এই মুহূর্তে দুজনেরই গোলসংখ্যা ৪১।
স্পোটিং গিওনের বিরুদ্ধে রোনাল্ডো গোল করে ৪১-এ পৌঁছে যান। এক মওশুমে
সর্বোচ্চ
গোলের রেকর্ডও গড়েন।এর এক ঘণ্টার মধ্যেই লেভান্তের বিরুদ্ধে দুটি গোল করে রোনাল্ডোকে ছুঁয়ে ফেলেন মেসি। লেভান্তের বিরুদ্ধে প্রথমে এক গোলে পিছিয়ে পড়লেও মেসির পরপর দুই গোলে জয় তুলে নেয় বার্সেলোনা।
এই ফুটবল
গ্রেট এখন আলোচনার কেন্দ্রে। লা লিগায় কে সর্বোচ্চ গোলদাতার সম্মান পাচ্ছেন, সেটা নিয়ে চলছে নানা
জল্পনা-কল্পনা।
No comments:
Post a Comment