Monday, April 16, 2012

সমানে-সমান অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ


প্রতিদিন ২৪ ডেস্ক
ক্যারিবীয় ভূখণ্ডে রান করাটা ব্যাটসম্যানদের জন্য কসুমাস্তীর্ণ পথ নয়। ব্রিজটাউনে ওটা বেশ ভালোভাবেই বোঝা গেছে। ব্যাটসম্যানদের রান পেতে হলে এখানে কষ্ট করতে হবে। পোর্ট অব স্পেনেও টসে জিতে ব্যাট করতে নেমে সংগ্রাম চালিয়ে যাচ্ছে অস্ট্রেলিয়া। সেই সংগ্রামে টেস্টের প্রথমদিনে মোটামুটি সফলই বলা যেতে পারে অসিদের। শেন ওয়াটসনের ফিফটি ও মাইকেল ক্লার্কের
৪৫ রানের ওপর ভর করে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পোর্ট অব স্পেন টেস্টের প্রথম দিনে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৫ উইকেটে ২০৮।
ওয়েস্ট ইন্ডিজও খুশি হতে পারে অস্ট্রেলিয়ার রান মোটামুটি নাগালের মধ্যে আটকে রাখার জন্য। এ ক্ষেত্রে ধন্যবাদ পেতে পারেন দুই স্পিনার শিলিংফোর্ড ও নরসিংহ দিননারাইন। এই দুই স্পিনার চাহিদানুযায়ী বল করে অস্ট্রেলিয়ার সংগ্রহকে বেশিদূর এগিয়ে নিতে দেননি।
শিলিংফোর্ড ৫৬ রানে নিয়েছেন ২ উইকেট। দিননারাইনের সংগ্রহ ১টি উইকেট পেলেও অসি ব্যাটসম্যানদের উইকেটে বেঁধে রাখার ব্যাপারে তাঁর ভূমিকাটাই ছিল অগ্রগণ্য। এ ছাড়া পেসার কেমার রোচের সংগ্রহ ২ উইকেট, ৭৭ রানের বিনিময়ে। 
অস্ট্রেলিয়ার শুরুটা একেবারে মন্দ হয়নি। প্রথম ১০ ওভারে তারা তুলেছিল ৪২ রান। প্রথম উইকেটের পতন ঘটে ৫৩ রানে। কিন্তু ক্যারিবীয় উইকেটের চরিত্রানুযায়ী বলের শক্তভাব কমে যাওয়ার সঙ্গে সঙ্গে রান তোলার ক্ষেত্রে নিজেদের খোলসে ঢুকিয়ে ফেলে অস্ট্রেলিয়া। দেখা যাচ্ছে পরের ১৬৬ রান এসেছে বাতি ৮০ ওভার ব্যাট করে। 
আগেই বলা হয়েছে অস্ট্রেলিয়ার দুই সফল ব্যাটসম্যান ওয়াটসন ও ক্লার্ক। ওয়ার্নার ও কোয়ান শুরুটা ভালো করলেও নিজেদের ইনিংসকে বেশিদূর টেনে নিয়ে যেতে পারেননি। এই দুই ওপেনার আউট হন যথাক্রমে ২৯ ও ২৮ রানে। দিনশেষে মাইকেল হাসি ২৬ ও ওয়েড ১১ রানে অপরাজিত আছেন। রয়টার্স।
সংক্ষিপ্ত স্কোর
প্রথম দিন শেষে
অস্ট্রেলিয়া ২০৮/৫ (৯০ ওভার)
ওয়াটসন ৫৬, ক্লার্ক ৪৫
শিলিংফোর্ড ২/৫৬, কেমার রোচ ২/৭৭
দিননারাইন ১/২৬

No comments:

Post a Comment