Thursday, April 12, 2012

অবশেষে চেন্নাইয়ের জয়


ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) নাটকীয় জয় পেয়েছে চেন্নাই সুপার কিংস। বিশাল রানের তাড়া করতে নেমে শেষ বলে জিতেছে মহেন্দ্র সিং ধোনির দল। তারা ৫ উইকেটে
হারিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে। 

এমএ চিদাম্বরাম স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করতে নেমে চেন্নাইয়ের ওপর ব্যাটিং তা-ব চালিয়েছে বেঙ্গালুরু। ৩৫ বলে ৬৮ রান করেন ক্রিস গেইল। এছাড়া ভারতের জাতীয় দলের সহঅধিনায়ক বিরাট কোহলি ৫৭ ও মায়াঙ্কা আগারওয়াল ৪৫ রান করেন। তাদের ইনিংসের ওপর ভর করে আট উইকেট হারিয়ে ২০৫ রান করে বেঙ্গালুরু।

জবাবে ডু প্লেসিসের ৭১, ধোনির ৪১, মর্নে মর্কেলের ২৮ ও ডোয়াইন ব্রাভোর অপরাজিত ২৫ রানের সুবাদে ৫ উইকেট হারিয়ে গন্তব্যে পৌঁছায় চেন্নাই। মূলত শেষ দিকে বিরাট কোহলির দুই ওভারে ৩৬ রান দেওয়াই কাল হয়েছে বেঙ্গালুরুর। এজন্য শেষ বলে চার মেরে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেওয়া সহজ হয়েছে রবিন্দ্র জাদেজার।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ইনিংস: ২০৫/৮ (ওভার ২০)
চেন্নাই সুপার কিংস ইনিংস: ২০৮/৫ (ওভার ২০)
ফল: চেন্নাই ৫ উইকেটে জয়ী

No comments:

Post a Comment