প্রতিদিন ২৪ ডেস্ক
সিসিডিএমের সঙ্গে এখন আর কোনো সর্ম্পক নেই বাকি ভিক্টোরিয়া ছাড়া পাঁচ ক্লাবের। আবাহনীর নেতৃত্বে পাঁচ ক্লাব এখন বিসিবির কাছে
চার দফা দাবি পেশ করেছে।
দাবিগুলোর
মধ্যে অন্যতম সিসিডিএম ভেঙে দিয়ে নতুন করে পুনঃগঠন করতে হবে। তা নয় তো ৫ ক্লাব
(আবাহনী, মোহাডোন,
ওল্ডডিওএইচএস, গাজী ট্যাঙ্ক
ও শেখ জামাল ক্রীড়া চক্র) কেউ সুপার লিগের শেষ তিন ম্যাচে অংশ নেবে না। দাবি না
মানলে ক্লাবগুলো আবাহনীর নেতৃত্বে আদালতে যাবার ঘোষণা দিয়েছে।যদি বিসিবি পাঁচ ক্লাবের দাবি না মেনে নেয় তাহলে ক্লাব গুলো কি পদক্ষেপ গ্রহণ করবে- এমন এক প্রশ্নের জবাবে রাতে আবাহনীর ক্রিকেট কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ডাক্তার আই এইচ মল্লিক ও মোহামেডানের সেক্রেটারি লোকমান হোসেন ভূঁইয়া এক টিভি সাক্ষাৎকারে আদালতে যাবার ঘোষণা দিলেন।
আই এইচ মল্লিক বলেন, “আমাদের চার দফা দাবি না মানার মতো কিছু নয়। সিসিডিএম যেসব কাজ করেছে তাতে তাদের কঠোর শাস্তি দেয়া জরুরি হয়ে পড়েছে। এই সিসিডিএমের কর্মকর্তাদের অধীনে খেলা সম্ভব নয়। এখানে যারা আছেন তারা অযোগ্য। যদি বিসিবি আমাদের দাবি না মানে তাহলে আমরা সিদ্ধান্ত নিয়েছি আদালতে যাব। সেক্ষেত্রে হয়তো লিগ বন্ধ হয়ে যাবে। তবে আমরা এটা চাই না।”
তিনি বলেন, “সকলেই জানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবাহনী ক্লাবের ফাউন্ডার মেম্বার। তিনি ক্রীড়াভক্ত। আমরা ক্রিকেটকে বাঁচাতে প্রয়োজনে তার কাছে আবেদন নিয়ে যাব। কিন্তু কোনো অবস্থাতেই অযোগ্য আর দুর্নীতিবাজ লোকের দ্বারা নিয়ন্ত্রিত সিসিডিএমের অধীনে ম্যাচ খেলব না।”
মোহামেডানের সেক্রেটারি লোকমান হোসেন ভূঁইয়া বলেন, ‘আমি মল্লিক ভাইয়ের বক্তব্যের সঙ্গে একমত এবং আমরা সকলেই এই সিদ্ধান্ত যৌথভাবে গ্রহণ করেছি।”
No comments:
Post a Comment