প্রতিদিন ২৪ ডেস্ক
ম্যারাডোনার কাছ থেকে পাল্টা আসবে এটা অনুমিতই ছিল!
জবাবের ভাষাটা কেমন হয়, সেটাই ছিল দেখার। তা ‘চিরশত্রু’ পেলেকে তিরবিদ্ধ
করতে ঝাঁজাল ভাষাই ব্যবহার করেছেন ম্যারাডোনা। যা বললেন, তাতে পেলে একটা
নির্বোধ!
সমপ্রতি মেসিকে বড় খেলোয়াড় স্বীকার করেও নেইমারের সঙ্গে তুলনা
করতে গিয়ে পেলে বলেন, ‘মেসির চেয়ে নেইমার ভালো।’ ম্যারাডোনা
শুনে তো অবাক, ‘হায় ঈশ্বর! এটা স্রেফ নির্বোধের মতো কথা।’ আর্জেন্টাইন
কিংবদন্তি তাঁর স্বভাবসুলভ ভঙ্গিতে নিজের রায়টাও দিয়েছেন সঙ্গে সঙ্গেই। আর খুব
সংগতভাবেই সেই রায়েও রয়েছে পাল্টা খোঁচা, ‘সম্ভবত নেইমার বিশ্বের সেরা খেলোয়াড়। কিন্তু সে
ক্ষেত্রে আপনি শুধু এটুকুই বলতে পারেন, মেসি এসেছে অন্যগ্রহ থেকে।’সমপ্রতি মেসিকে বড় খেলোয়াড় স্বীকার করেও নেইমারের সঙ্গে তুলনা
গত জানুয়ারিতে ফিফা-ব্যালন ডি’অর পুরস্কারের রাতে জুরিখে উপস্থিত হয়েছিলেন মেসি-নেইমার দুজনই। পেলের উপস্থিতিতে সেই অনুষ্ঠানে মেসি টানা তৃতীয়বারের মতো হাতে তুলে নেন ফিফা বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার। আর বছরের সেরা গোলের স্বীকৃতি হিসেবে নেইমার পান ফিফা পুসকাস পুরস্কার। ওয়েবসাইট।ট।
No comments:
Post a Comment