Thursday, April 12, 2012

সিটির দিনে ম্যানইউর হার


প্রতিদিন ২৪ ডেস্ক
পয়েন্ট তালিকার শীর্ষে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডকে রুখে দিয়েছে উইগান অ্যাথলেটিক। তারা ১-০ গোলে হারিয়েছে স্যার অ্যালেক্স ফার্গুসনের দলকে। রেড ডেভিলসরা হোঁচট খেলেও জয় পেয়েছে নগরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটি। সার্জিও আগুয়েরোর
জোড়া গোলে তারা ৪-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে ওয়েস্ট ব্রোমউইচকে।

ফল: ম্যানচেস্টার ইউনাইটেড ০-১ উইগান অ্যাথলেটিক
     ম্যানচেস্টার সিটি ৪-০ ওয়েস্ট ব্রোমউইচ

ইতিহাদ স্টেডিয়ামে শুরু থেকেই ওয়েস্ট ব্রোমউইচের ওপর আধিপত্য বিস্তার করে ম্যানচেস্টার সিটি। ৬ মিনিটে স্বাগতিকদের এগিয়ে দেন আগুয়েরো। এই অর্ধে এগিয়ে থেকেই বিরতিতে যায় সিটি।

বিরতির পর আরও তিনবার প্রতিপক্ষের জালে বল পাঠায় ম্যানসিটি। ৫৪ মিনিটে আগুয়েরো, ৬১ মিনিটে কার্লোস তেভেস ও ৬৪ মিনিটে গোল করেন ডেভিড সিলভা। বাকি সময় গোল হয়নি। এজয়ে ম্যানউইর সঙ্গে পয়েন্ট ব্যবধান কমিয়েছে তারা। ৩৩ ম্যাচে তাদের পয়েন্ট ৭৪। সমান ম্যাচে ৫ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে আছে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার ইউনাইটেড।

রবার্তো মানচিনির শিষ্যরা গোলউৎসব করলেও উল্টো দৃশ্য ছিলো নগরপ্রতিদ্বন্দ্বী ম্যানইউ শিবিরে। উইগানের মাঠে রুনি, ইভরা ও হার্নান্দেজরা শত চেষ্টা করেও সাফল্য পায়নি। তালিকার ১৭তম স্থানে থাকা উইগানের কাছে ১-০ গোলে হেরেছে তারা। স্বাগতিকদের হয়ে জয়সূচক গোলটি করেন মালোনি।

এদিকে আর্সেনাল ৩-০ গোলে উলভারহ্যাম্পটনকে, কুইন্স পার্ক একই ব্যবধানে সোয়ানসি সিটিকে এবং লিভারপুল ৩-২ ব্যবধানে হারিয়েছে ব্ল্যাকবার্ন রোভার্সকে।

No comments:

Post a Comment