Thursday, April 12, 2012

রোনালদোর অর্ধশতক


প্রতিদিন ২৪ ডেস্ক
 মৌসুম শেষ হতে এখনো ঢের সময় বাকি। তার আগেই গোলের অর্ধশতক পূর্ণ করেছেন রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড ক্রিশ্চিয়ানো রোনালদো। বুধবার আথলেটিকো মাদ্রিদের বিপক্ষে হ্যাট্টিক করার মধ্যদিয়ে মৌসুমে ৫২বার জালে বল জড়ান এই পর্তুগিজ উইঙ্গার।


স্প্যানিশ লিগে ৩২ ম্যাচ খেলে ৪১টি গোল করেছেন রোনালদো। তবে সবধরণের প্রতিযোগিতা মিলে ৪৭টি ম্যাচ খেলে মৌসুমে গোল করেছেন ৫২টি।

গত মৌসুমেও দুর্দান্ত সময় কাটিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডর সাবেক এই তারকা। ৫৪ ম্যাচে করেছিলেন ৫৩ গোল। যাই হোক, রোনালদোর আগে রয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। সবধরণের প্রতিযোগিতা মিলে এই মৌসুমে বার্সেলোনা তারকা করেছেন ৬০টি গোল।

No comments:

Post a Comment