Monday, April 16, 2012

৭ উইকেটে মুম্বাইকে হারাল দিল্লি


প্রতিদিন ২৪ ডেস্ক
৭ উইকেটে মুম্বাই ইন্ডিয়ানসকে হারাল দিল্লি ডেয়ারডেভিলস। ওয়াংখেড়ে কাল টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নামা মুম্বাই ১৯.২ ওভারে করে ৯২ রান। জবাবে ৩১ বল হাতে রেখেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে ফেলে দিল্লি (৯৩/৩)।
মাত্র ৫ রানে দুই ওপেনার জ্যাকবস ও লেভিকে হারিয়ে ব্যাটিংয়ে শুরু মুম্বাইয়ের। একপর্যায়ে ৪৪ রানে তারা হারিয়ে ফেলে ৬ উইকেট।
ব্যাটসম্যানদের আসা-যাওয়ার মধ্যে ব্যক্তিগত রানকে দুই অঙ্কে নিতে পেরেছেন মাত্র দুজনরোহিত শর্মা (২৯ রান) ও হরভজন সিং (৩৩)।
দিল্লি ৩৪ রানে প্রথম এবং ৫২ রানে দ্বিতীয় উইকেট হারালেও কখনোই লক্ষ্যচ্যুত হয়নি। অধিনায়ক বীরেন্দর শেবাগ ৩৬ বলে ইনিংস-সর্বোচ্চ ৩২ রান করেন। তবে ম্যাচের সেরা হয়েছেন মুম্বাইয়ের ওপেনারদ্বয়কে শুরুতেই ফিরিয়ে দলকে দারুণ সূচনা এনে দেওয়া দিল্লির তরুণ স্পিনার শাহবাজ নাদিম। চার ম্যাচে এটি দিল্লির তৃতীয় জয়। ক্রিকইনফো।

No comments:

Post a Comment