Thursday, April 12, 2012

বার্সার ভয়ে বুকে চাপছে রিয়াল


প্রতিদিন ২৪ ডেস্ক
হুট করে রিয়াল মাদ্রিদ এভাবে একের পর এক পয়েন্ট হারাচ্ছে কেন? আপনি রিয়াল-সমর্থক হয়ে থাকলে এই প্রশ্নটা নিশ্চয়ই কালো একটা মেঘ হয়ে ঘুরঘুর করছে আপনার মনে। প্রশ্নটার উত্তর দিয়েছেন কার্লেস রেক্সাস। বার্সেলোনার
সাবেক এই কোচের অনুমান, আসন্ন এল ক্লাসিকো দুশ্চিন্তার পাথরবোঝা হয়ে বুকে চাপছে রিয়ালের। দিন যতই গড়াচ্ছে, ততই তারা উদ্বিগ্ন হয়ে পড়ছে। আর এই উদ্বেগের ছাপ পাওয়া যাচ্ছে তাদের খেলায়। 
রেক্সাসের ভবিষ্যদ্বাণী, ২১ এপ্রিলের এল ক্লাসিকো জিতলে এবারও স্প্যানিশ লিগের শিরোপা যাবে বার্সারই ঘরে, ‘ম্যাচটি নিজেদের মাঠে খেলার সুবিধা পাবে বার্সা। কোনো অঘটন না ঘটলে ন্যু ক্যাম্পে মাদ্রিদকে হারাতে পারলে আমরাই এবার শিরোপা জিতব। কারণ, তখন আর মৌসুমের খুব বেশি বাকি থাকবে না। ফলে মাদ্রিদের ওপর চাপও থাকবে আকাশছোঁয়া। বার্সা এখন দারুণ গতিতে এগোচ্ছে। অন্যদিকে, চাপে থাকা মাদ্রিদকে মনে হচ্ছে খুবই নার্ভাস। এ ধরনের পরিস্থিতিতে যখন কোনো দল থাকে তখন দলের ভেতর থেকেই কাউকে মাথা তুলে দাঁড়িয়ে বলতে হয়, “আরে ভয়ের কী আছে! কিছুই হবে না।কিন্তু এই মুহূর্তে মাদ্রিদে তেমন কাউকে দেখছি না।ওয়েবসাইট।

No comments:

Post a Comment