প্রতিদিন ২৪ ডেস্ক
ইংলিশ প্রিমিয়ার লিগে দুই
আর্জেন্টাইন ফরোয়ার্ডের দুর্দান্ত পারফরমেন্সে ক্ষতবিক্ষত হয়েছে নরউইচ সিটি।
কার্লোস তেভেসের হ্যাট্টিক ও সার্জিও আগুয়েরোর জোড়া গোলে ম্যানচেস্টার সিটি ৬-১
গোলে হারিয়েছে নরউইচকে।
নরউইচের মাঠে ম্যানসিটির পক্ষে গোলউৎসবের সূচনা করেন কার্লোস তেভেস। ডেভিড সিলভার পাস থেকে ১৮ মিনিটে গোল করেন এই ফরোয়ার্ড। ২৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আগুয়েরো। এই গোলেরও যোগানদাতা ছিলেন তেভেস।
বিরতির পর ৭৩ ও ৮০ মিনিটে স্বাগতিকদের জালে বল জড়িয়ে হ্যাট্টিক পূর্ণ করেন তেভেস। মাঝে আরেকটি গোল করেন আগুয়েরো। এছাড়া অতিরিক্ত সময়ে (৯০+৩) প্রতিপক্ষের পরাজয়ের কফিনে শেষ পেরেক ঠুকেন জনসন। তেভেস ও আগুয়েরোর দিনে জয় না পেলেও শেষপর্যন্ত একটি গোল শোধ করে নরউইচ (৫১ মি:)।
৩৩ ম্যাচে ৭৯ পয়েন্ট নিয়ে সবার আগে ম্যানচেস্টার
ইউনাইটেড। এক ম্যাচ বেশি খেলে ৭৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রবার্তো মানচিনির দল
ম্যানচেস্টার সিটি।
No comments:
Post a Comment