Tuesday, April 17, 2012

ফাইনালের স্বপ্ন ধাক্কা খেল রিয়ালের


সেমিফাইনালের প্রথম লেগে হেরে গেল রিয়াল। গতকাল জার্মানীতে বায়ার্নের ঘরের মাঠে তারা ১-২ গোলে স্বাগতিকদের কাছে হেরে যায়। এই জয়ের ফলে ফাইনালের দিকে একধাপ এগিয়ে গেল বায়ার্ন মিউনিখ। তবে দ্বিতীয় লেগে রিয়াল যদি ২-০
গোলের ব্যাবধানে বায়ার্নকে হারাতে পারে তাহলে গতকালের ম্যাচে বিজয়ীদের টপকে তারাই চলে যাবে ফাইনালে। গতকালের ম্যাচে প্রথমার্ধের ১৭ মিনিটে এগিয়ে যায় স্বাগতিকরা। ৫৩ মিনিটে ওজিল খেলায় সমতা আনেন। এরপর ৮৯ মিনিটে মারিও গোমেজ বায়ার্নের পক্ষে জয়সূচক শেষ গোলটি করেন। এবারের চ্যাম্পিয়ন্স লীগে এটি গোমেজের ১২তম গোল

No comments:

Post a Comment