Thursday, April 12, 2012


প্রতিদিন ২৪ ডেস্ক
 ডিয়েগো ম্যারাডোনার সাবেক সতীর্থ ওসিয়ে আর্দিলেস বলেছেন, ম্যারাডোনার চেয়েও ভালো বার্সেলোনা ফরোয়ার্ড লিওনেল মেসি। যদিও এখনো আর্জেন্টিনার হয়ে সাফল্যের মুখ দেখেননি তিনবার ফিফা ব্যালন ডিঅরের পুরস্কার জেতা মেসি।

এক সংবাদ সম্মেলনে আর্দিলেস বলেন, ‘আমি ম্যারাডোনার সঙ্গে সাত বছর খেলেছি। সে অসাধারণ। ম্যারাডোনার মতো এমন খেলোয়াড় আমি কখনো দেখেনি। তারপরও আমি বলবো, মেসি খুবই ভালো।

৫৯ বছর বয়সী আর্দিলেসের বিশ্বাস ক্যারিয়ার শেষ করার আগে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতাতে সাহায্য করবে মেসি। ১৯৭৪ সালে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন তিনি। 

No comments:

Post a Comment