লন্ডনে অনুষ্ঠেয় অলিম্পিক শুরু হতে আরো ১০০ দিন বাকি রয়েছে। দিনটি স্মরণীয় করে রাখতে বিশ্বের বিভিন্ন স্থানের মতো ঢাকাতেও দিনগণনা শুরু হয়েছে। বুধবার ঢাকার ব্রিটিশ হাইকমিশন প্রাঙ্গণে ‘কাউন্ট ডাউন’ শুরু করেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট
গিবসন।
গিবসন।
১০০ দিনের কাউন্ট ডাউন উপলক্ষ্যে এদিন হাইকমিশন প্রাঙ্গণে ১০০ জন শিশুকে নিয়ে ১০০ মিটার দৌড় প্রতিযোগিতার আয়োজন করে।
ক্রিকেটার শাহরিয়ার নাফীস, দৌড়বিদ নাজমুন নাহার বিউটি, শ্রাবণী বিশ্বাস এ সময় উপস্থিত ছিলেন।
১০০ দিন গণনা শুরুর অনাড়ম্বর অনুষ্ঠানে হাইকমিশনার বলেন, লন্ডন অলিম্পিক উপলক্ষ্যে বিশ্বের ২০টি দেশের সঙ্গে বাংলাদেশেও ‘ইন্টারন্যাশনাল ইন্সপিরেশন প্রোগ্রাম’ আয়োজন করা হচ্ছে।
অলিম্পিকে বাংলাদেশ দল সফলতা পাবে বলেও তিনি আশা করেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুব আহমেদ, অলিম্পিক অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট মিজানুর রহমান মানু প্রমুখ।
No comments:
Post a Comment